মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম সুরত আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফাইনাল খেলাটি শুরু হয়। ফাইনাল খেলায় পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর অগ্রণী সংঘ ও কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য ড্র থাকায় সরাসরি টাইব্রেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে গোপালপুর অগ্রণী সংঘ জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও মরহুম সুরত আলী খানের পুত্র ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, টুর্নামেন্ট উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরজু প্রমুখ।
এসময় প্রধান পৃষ্ঠপোষক বলেন, প্রতিবছরই তোফাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমার পিতার নামে এই টুর্নামেন্টটি চালু রাখা হবে। প্রতিবছর সফল ভাবে টুর্নামেন্টটি উদযাপনে যারা সক্রিয় ভূমিকা পালন করেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এছাড়াও যুব সমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে আসার আহ্বান রাখেন। ফাইনাল খেলায় চ্যম্পিয়ন দলকে ২০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ১৫ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। খেলায় কালিকাপুর স্পোটিং ক্লাবের পক্ষে ২ জন নাইজেরিয়ান খেলোয়াড় ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করেন। খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।