শেখ ফয়সাল ॥
রাজবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো শোক র্যালি, পুস্পমাল্য অর্পন, মোমবাতি প্রজ্জ্বলন, নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা।
দিবসটি পালন উপলক্ষে শহরের ১ নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটে সংগঠনের কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। শোকর্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোকোসেড বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে বন্ধুসভার বন্ধুরা শহীদদের উদ্দেশ্যে পুস্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সভাপতি সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন। এতে বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, বন্ধুসভার সহসভাপতি তপন কুমার পাল, সাধারন সম্পাদক সি এস শুভ। এসময় যোগাযোগ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, প্রাক্তন অনুষ্ঠান বিষয়ক সম্পাদক চায়না সাহা, যুগ্ম সাধারন সম্পাদক পিয়াল মাহমুদ, দপ্তর সম্পাদক হৃদয় খান রিমন, কুইন, নিশা রানী দাস, সৌরভ চক্রবর্তী প্রমূখ।