দূর্যোগ পূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মঙ্গলবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গণ সংযোগ ও পথ সভা করেছেন আওয়ামীলীগ মনোনীয় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী এমপি।
দৌলতদিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পথসভা করেন। পথসভায় বক্তব্যকালে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বিগত ১০ বছরের উন্নয়নের কথা স্মরন করিয়ে দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এসময় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।