গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মমিন মন্ডল (২২) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সে দৌলতদিয়া ইউনিয়নের সাহা বেপারীর পাড়া গ্রামের মজিবর মন্ডলের ছেলে ও রাজবাড়ী সরকারী কলেজে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
থানা পুলিশ সূত্র জানায়, গত বুধবার দিনগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মমিনকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, গ্রেফতার হওয়া যুবক মমিনের দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার আরো এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।