রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ হালিম সরদারের নের্তৃত্বে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন।
শুক্রবার বিকালে ইউনিয়নের উড়াকান্দায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আওয়ামীলীগের নির্বাচনী জনসভা শেষে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, মহম্মদ আলী চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আরশাদ আলী সরদার প্রমূখ।