মাসুদ রেজা শিশির ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে রাজবাড়ী-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিম এমপি’র পক্ষে রোববার পাংশায় দু’টি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে পাংশা উপজেলার মৌরাট ইউপির রুপিয়াট ইয়াছিনিয়া দাখিল মাদ্রাসায় নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, সন্ত্রাস চাদাবাজ মুক্ত সমাজ চান-নায্য মূল্যে সার পেতে চান তা হলে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিন বিএনপি জোট সরকারের আমলে এই অঞ্চল সন্ত্রাসের স্বর্গ রাজ্যে পরিনিত হয়েছিল। দিনে দুপুরে এই খানে ছিনতাই ডাকাতি হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই এলাকার মানুষ এখন শান্তিতে বসবাস করছে। শান্তি চাইলে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন। বিএনপি জোট সরকারের আমলে সারের জন্য পুলিশের গুলিতে ২২ জন কৃষকের প্রাণ গিয়েছিল তখন সারের দাম ছিল ৯২ টাকা কেজি সার নিতে লাইন দিয়ে দাড়িয়ে থাকত হত মানুষের আর আমাদের নেত্রী ক্ষমতায় আসার সাথে সাথে আলাউদ্দিনের চেরাগের ন্যায় সার ২২ টাকা কেজি হয়ে গেল কিভাবে? আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন, দেশের কথা ভাবেন, দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনিত হয়েছে দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। এখন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়ে সরকার গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন এসব সুবিধা জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কেউ দিতে পারে নি। আপনার ঘরের পাশে আজ কমিউনিটি ক্লিনিক রয়েছে যা এই সরকারের অবদান শতভাগ বিদ্যুৎতায়ন এই সরকারের অবদান আওয়ামীলীগ আপনাদের অনেক দিয়েছে এবার আপনারা আপনার মুল্যবান ভোট নৌকায় দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখুন নৌকায় ভোট দিন শান্তিতে বসবাস করুন।
মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিকের সভাপতিত্বে ও মোঃ ফজলুর রহমান মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা আ.লীগে সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ।
অপরদিকে রবিবার বিকালে পাংশা উপজেলার খানদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনী পথ সভা করে স্থানীয় আওয়ামীলীগ। এতে মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ের বিপল্প নেই। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। আমাদের গড়াই নদীর উপর ব্রিজ হচ্ছে এলাকার প্রায় সকল রাস্তা পাকা করণ হয়েছে আর যা বাকি আছে অতি অল্প সময়ের মধ্যেই তা করা হবে। আজ আমাদের সন্তানরা বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে। কৃষক তার ফসলের ন্যায মুল্য পাচ্ছে। এক যোগে প্রাথমিক বিদ্যালয় গুলোতে ভবন হচ্ছে। গরীব মানুষ ১০ টাকা কেজি চাউল পাচ্ছে। গৃহহীন মানুষ আজ ঘর পাচ্ছেন এসব জননেত্রী শেখ হাসিনার অবদান। আমাদের নিজের টাকায় পদ্মা সেতু হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় গেলে তরুনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশের মানুষ শান্তিতে বসবাস করছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে মিলে ঐক্যবন্ধ হয়ে ৩০ ডিসেম্বর বিপুল ভোটে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
ইউপি সদস্য নাসিরুদ্দিন গাজীর সভাপতিত্বে ও আ.লীগ নেতা সেলিম হোসেন’র সঞ্চালনা করেন।