রাজবাড়ীতে মার্কেন্টাইল ব্যাংক লিমিডেটের ১৩৬তম শাখা হিসেবে রাজবাড়ী শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের খুরশিদ প¬াজার দ্বিতীয় তলায় ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন অতিথিরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী। স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের উপব্যাবস্থাপক পরিচালক ও ডিসিবিও মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যানে ্যাডঃ এমএ খালেক, ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন, রাজবাড়ী চেম্বারের পরিচালক মোঃ জাকির হোসেন, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের রাজবাড়ী শাখা প্রধান ও এফএডিপি মোঃ আবুল কালাম আজাদ।