মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উৎসব মূখর পরিবেশে বই উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে এ উৎসবরে উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া শাহনাজ খানম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বৃন্দ, পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য নব নির্বাচিত এমপি জিল্লুল হাকিম বলেন পৃথিবীর ইতিহাসে বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বিড়ল ঘটনা এটা শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব।
মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব:
রাজবাড়ীর পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টায় উৎসব মূখর পরিবেশে বই উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে এ উৎসবরে উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।