রাজবাড়ী জেলা শহরের শতাধিক অসহায়, দুঃস্থ্য, হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার উদ্দ্যোগে অফির্সাস ক্লাবে এ কম্বল বিতরণ করা হয়।
বিতরণে সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক ওজিউল্লাহ মন্টু, সহ-সভাপতি মতিন মন্ডল, সদস্য প্রফেসর কুদরত আলী, কামরুল ইসলাম প্রমূখ।