রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করা হয়। এর পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিকেলে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলজার হোসেন মৃধা, যুগ্ন সাধারন সম্পাদক আতিকুজ্জামান সেন্টু, সোহরাব হোসেন গেদু প্রমুখ।