সোহেল রানা ॥
নওগার পত্নীতলায় গত কয়েকমাস ধরে অভিনব কায়দায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অন্যতম হোতা এবং অস্ত্র ও ডাকাতির একাধিক মামলার আসামি ইমরান নাজির (৩৫) কে মঙ্গলবার দিবাগত রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া এলাকা থেকে পুলিশ আটক করেছে। আটক ইমরান নাজির রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার রামদিয়া গ্রামের আবু জাফরের পুত্র।
থানা সূত্রে জানাগেছে, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স টানা তিন দিন ঢাকা, ফরিদপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলার আসামি এবং ভুয়া ডিবি পরিচয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম হোতা ইমরান নাজির (৩৫) কে রামদিয়া এলাকা থেকে আটক করে। সর্বশেষ গত রবিবার সহ বিগত সময়ে পত্নীতলায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় গত ১৮ অক্টোবর দুপচাচিয়া থানার মামলায় আক্কেলপুর থানা পুলিশ উক্ত ছিনতাইয়ের ঘটনায় ৬জনকে আটক করে।
এসময় তাদের দেয়া তথ্য মতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অন্যতম হোতা ইমরান নাজিরকে আটক করা হয়।
এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সম্প্রতি পত্নীতলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে অভিনব কায়দায় বেশ কয়েকটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর পুলিশি অভিযানে মঙ্গলবার দিবাগত রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া এলাকা থেকে ইমরান নাজিরকে আটক করা হয়। পুলিশের ধারনা তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে।