গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষকের কার্যালয়ে জানালার গ্রীল কেটে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় চোরেরা এ ঘটনা ঘটায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক দীলিপ কুমার নাগ ও প্রধান সহকারী লিপি আক্তার জানান, রাতের কোন এক সময় অফিসের পেছনের দিকের একটি জানালার গ্রীল কেটে চোর ভিতরে প্রবেশ করে। এ সময় অফিসে থাকা কয়েকটি আলমারীর তালা ও লকার ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। কক্ষে কোন নগদ অর্থ ছিল না। তবে কোন কাগজ পত্র খোয়া গেছে কিনা তা পরীক্ষা-নীরক্ষার কাজ চলছে।
এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানার ওসি এজাজ শফী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক অফিসে চুরির ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি। তবে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।