রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথের জৌকুড়া ঘাট এলাকায় নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যাওয়ায় একদিন পর দানেশ সরকার (৬০) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে পদ্মা নদীতে তল্লাশি চালিয়ে দানেশের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। দানেশ শুক্রবার দুপুর ১২টার দিকে নৌকা থেকে পদ্মা নদীতে পরে গিয়ে নিখোঁজ হন। মৃত দানেশ কুষ্টিয়া জেলার কুমারখালী গয়া বানিপাড়া গ্রামের বিচার সরকারের ছেলে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফেন্সের টিম লিডার আব্দুল হালিম জানান, নদীতে কাজ করার সময় ড্রেজার শ্রমিকের নৌকা থেকে নদীতে পড়ে ডুবে নিখোঁজের সংবাদ পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শওকত আলী জোয়ারদারের নেতৃত্বে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। মৃতদেহ উদ্ধার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।