মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির পাংশা প্রপ্রার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ফাতেমা (৮) ২দিন ধরে নিখোঁজ হয়েছে। ফাতেমা পাংশা কুড়িপাড়া গ্রামের মাসুদ সরদারের মেয়ে। এ ঘটনায় মাসুদ সরদার বাদী হয়ে পাংশা মডেল থানায় বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন।
বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানীয়রা জানিয়েছেন ২ জন বোরকা পড়া মহিলা রবিবার স্কুলের সামনে ফাতেমার সাথে কথা বলেন এবং তারা তাকে দোকান থেকে চিপ্চ কিনে দেন। এরপর থেকেই ওই শিশুকে আর পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
ফাতেমার পিতা মাসুদ সরদার বলেন, প্রতিদিনই আমার মেয়ে স্কুলে যায় এবং দুপুরে বাড়ীতে খেতে আসে। তবে রবিবার সে দুপুরে বাড়ী না আসায় বিদ্যালয়ে খোজ নিয়ে চানতে পারি আমার মেয়ে স্কুলে নেই। তখন থেকেই আমরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে কোন খোজ না পেয়ে ওই দিনই পাংশা থানায় লিখিত ভাবে বিষয়টি জানিয়েছি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহা জানান, রবিবার টিফিন টাইমে ফাতেমা বের হয়ে পূনরায় আর বিদ্যালয়ে ফিরে আসেনি। বোরকা পড়ে কারা এসেছিল কে ওই ২ বোরকা পড়া মহিলা এ নিয়ে ওই এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সাথে আতংক বিরাজ করছে। শিশু ছাত্রী ফাতেমা কি অপহরন হয়েছে নাকি অন্য কিছু বিষয়টি এখও খোলাসা হয়নি। তবে মাসুদ সরদার বলেন আমাকে কেউ কোন প্রকার ফোন দেয়নি এখন পর্যন্ত।
পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী জিল্লুর রহমান বলেন, ওই মেয়ের পিতা লিখিত ভাবে জানিয়েছেন আমরা বিষটি গুরুত্বের সাথে দেখছি।