রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে সোমবার বিকালে সরকারী অনুমোদনবিহীন সার বিক্রির অভিযোগে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এসএম আসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা সোমবার বিকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে সার ব্যবসায়ী জনতা ট্রেডার্সের সত্বাধিকারী কাজী আলী হাসনাতকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন, থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন।