হারুন-অর-রশীদ, ফরিদপুর থেকে ॥
ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ২টি প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা জগদীয়া বালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মিরাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, জ্যামিতি বক্স, ও দুটি স্কুলকে ১০টি ফুটবল প্রদান করেন।
এছাড়া তিনি দরিদ্র মেধাবী ৮০ জন শিক্ষার্থীকে নতুন জামা প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামছুল আলম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।