শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে রাজবাড়ীর গোয়ালন্দে শীত জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। চরাঞ্চলে ডায়রিয়া, শ^াসকষ্ট, নিউমোনিয়া, পেট ব্যাথাসহ নানা ধরনের শীত জনিত রোগ দেখা দিয়েছে। এরমধ্যে বেশিরভাগ রয়েছে শিশু। আক্রান্তরা ইউনিয়ন পর্যায়ে উপস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভিড় করছে।
শীতের শুরু থেকে নানা রোগের প্রার্দুভাব বেড়েছে। উপজেলার উজানচর, ছোটভাকলা, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের পদ্মা তীরবর্তী অঞ্চলে বেশি দেখা দিয়েছে। স্থানীয়ভাবে চরাঞ্চলের মানুষ স্থানীয় কমিউনিটি ক্লিনিক, উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নিচ্ছে। অবস্থা বুঝে অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিগমনে প্রতিদিন ৫০-৬০জন শিশু শীত জনিত রোগের চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে ডায়রিয়া, শ^াসকষ্ট, নিউমোনিয়া, পেট ব্যাথার মতো রোগ রয়েছে। পূর্ণবয়ষ্ক মানুষের মধ্যে প্রতিদিন ৪০জন পুরুষ এবং ৬০ জনের মতো নারীরা চিকিৎসা সেবা নিচ্ছে।
দৌলতদিয়া ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা বিপ্লব কুমার বিশ^াস বলেন, সপ্তাহের প্রতি বুধবার উপস্বাস্থ্য কেন্দ্রে যান। অন্যান্য সময়ের তুলনায় সম্প্রতি শীত জনিত রোগী বেড়েছে। অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছে বলে তাদের চাপ কম। এরপরও প্রতিদিন গড়ে প্রায় ৩০ জনের মতো রোগী দেখছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে চিকিৎসা প্রদানকারী উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দেড়শ রোগীর চিকিৎসা দিয়েছি। এরমধ্যে প্রায় ২৫জন ছিল শিশু। যারা শীত জনিত রোগে আক্রান্ত। এছাড়া আরো ৬০ পূর্ণবয়ষ্ক রোগী ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা তাপস মন্ডল বলেন, ২৪ ঘন্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন রোগী ভর্তি হয়েছে। যারা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।