ফরিদপুরের নগরকান্দায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দহিসারা গ্রামের মৃত আসমোত মোল্যার ছেলে শাহাদৎ হোসেন মোল্যাকে (৪৫) মঙ্গলবার দুপুরে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি তাদের বাড়ির পাশের পিয়াজের জমিতে যায়। এ সময় একই গ্রামের শাহাদৎ হোসেন মোল্যা শিশুটিকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে শাহাদৎ দ্রুত পালিয়ে যায়।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। শাহাদতকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।