শামীম শেখ ॥
”আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে আল্লাহ্ আমাকে শক্তি দিন-আমি যেন বাংলদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি।
আমি আরো শপথ করিতেছি যে, নিজেকে একজন সুনাগরিক হিসাবে গড়িয়া তুলিতে সর্বদা সচেষ্ট থাকিব। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকিব এবং সুন্দর সমাজ গঠনে সক্রিয় থাকিব’’।
মহান বিজয় দিবস উদযাপন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, যুব সমাজকে দেশাত্ববোধে উজ্জীবিতকরণ ও নির্মল বিনোদনের লক্ষ্য নিয়ে ২য় বছরের মতো রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে মহান বিজয় দিবস টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ চলছে। এ টুর্নামেন্টের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে খেলোয়ারদের মধ্যে দেশাত্ববোধ জাগিয়ে তোলার জন্য প্রতিটি ম্যাচ শুরুর আগে মাঠে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়া এবং উপরোক্ত শপথ বাক্য পাঠ করা । যা সর্ব মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
গত বছর ৩০ নভেম্বর শুক্রবার গোয়ালন্দ নাজিরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু। ইতিমধ্যে টুর্নামেন্টের আয়োজন শেষ পর্যায়ে চলে এসেছে। ফাইনালের দুটি দল চুড়ান্ত হয়ে গেছে। ফাইনালে উঠেছে গোয়ালন্দ পৌর এলাকার দুরন্ত ক্রিকেট একাদশ ও দৌলতদিয়া ইউনিয়ন এলাকার মঙ্গল সরদার স্মৃতি সংঘ। আগামী ২১ জানুয়ারি তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
গত বছর এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিলেও এবারের আয়োজনে মোট ২৪টি দল অংশ নেয়। টুর্নামেন্টের সহযোগিতায় রয়েছে গোয়ালন্দের মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ ও সেবা সংগঠন আদিব-সারাহ ফাউন্ডেশন। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রাজবাড়ীর জনপ্রিয় দৈনিক রাজবাড়ী কণ্ঠ ও অনলাইন পোর্টাল রাজবাড়ীবিডি.কম। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন অথবা সমমূল্যের অর্থ এবং রানার আপ দলের জন্য একটি ১৮ ইঞ্চি এলইডি টেলিভিশন অথবা সমমূল্যের অর্থ পুরস্কার হিসেবে ঘোষনা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক সেলিম মুন্সি বলেন, গতবারের মতো এবারো স্বজনদের এ আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে আমার ভাল লাগছে। যুবকদের নিয়ে এ ধরণের নিয়মিত খেলাধুলা ও সুস্থ কর্মকান্ডের আয়োজন করা হলে তারা সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকবে বলে আমি মনে করি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফি বলেন, নিয়মিত খেলাধুলায় যুবকদের সুস্থ শারিরীক গঠন ও মাদকসহ সকল ধরণের অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখে। এ ধরণের টুর্নামেন্ট আয়োজন করার মধ্য দিয়ে স্বজন সমাবেশ প্রশংসনীয় কাজ করেছে।
এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুন বলেন, বিজয় দিবস উপলক্ষে এধরণের একটি টুর্নামেন্ট আয়োজন চমৎকার বিষয়। আমি টুর্নামেন্টের সাফল্য কামনা করি।
উপজেলা স্বজন সমাবেশের আহ্বায়ক নির্মল চক্রবর্তী জানান, তরুণ সমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে আমরা এ জাতীয় কর্মকান্ড আগামীতেও অব্যাহত রাখার চেষ্টা করবো।
উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু আশা প্রকাশ করে বলেন, এ টুর্নামেন্টের প্রতিটি খেলায় খেলোয়ারদের জাতীয় সঙ্গীত গাওয়ার প্রচলন করা হয়েছে। সেই সাথে তাদের মধ্যে দেশাত্ববোধ সৃষ্টি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ঘুষ দুর্নীতি, বাল্যবিয়েসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে যে শপথ নিয়মিত পাঠ করানো হচ্ছে তা কিছুটা হলেও যুবকদের চেতনায় নাড়া দেবে। এ ধরণের টুর্নামেন্ট নিয়মিত এবং আরো বেশী বেশী আয়োজন করা উচিত। তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করে তিনি স্বজন সমাবেশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।