রবিবার বিকেলে রোটারী ক্লাব অব চন্দনা রাজবাড়ীর উদ্যোগে অফিসার্স ক্লাব মিলনায়তনের সামনে গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
রোটারী ক্লাব অব চন্দনা রাজবাড়ীর সভাপতি নাহিদা ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রোটারী ক্লাব অব চন্দনা রাজবাড়ীর সাবেক সভাপতি এ্যাডভোকেট গনেশ নারায়ন চৌধুরী, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি রোটারীয়ান এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক প্রমুখ।
পরে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত গরীব দুস্থ ও মধুরদীয়া হযরত আলী (রাঃ) হাফিজিয়া কওমী মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সাড়ে পাচ শত কম্বল বিতরন করা হয়।