পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, দেশের সকল বেরিবাধ ও নদী ভাঙ্গন এলাকা সুরক্ষা করা হবে। সম্প্রতি বন্যায় রাজবাড়ীর বিভিন্ন এলাকায় ভাঙ্গনের কবলে পরে ব্যপক ক্ষতি হয়েছে। আর যেন কেউ গৃহ হারা ও ভুমি হারা না হয় সে জন্য কাজ করবে পানি সম্পদ মন্ত্রনালয়।
মঙ্গলবার সকালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম রাজবাড়ী শহর রক্ষা বাধ ফেইজ-২ প্রকল্প পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই রাজবাড়ী শহর রক্ষা বাঁধ এলাকায় সাড়ে চার কিলোমিটার এলাকায় স্থায়ী বাধ নির্মান করা হবে।
এর আগে সকালে সড়ক পথে মানিগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে পৌঁছানোর পর সেখান থেকে স্পীডবোর্ড যোগে রাজবাড়ীর উড়াকান্দা এলাকায় পৌঁছান উপমন্ত্রী।
এরপর উড়াকান্দা এলাকা থেকে চর সিলিমপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলাকায় স্থায়ীভাবে শহর রক্ষা বাঁধ প্রকল্পটি পরিদর্শন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ সময় মন্ত্রী কাজের গুনগত মান ঠিক রেখে দ্রুত কাজটি শেষ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন তিনি।
প্রকল্প পরিদর্শনকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খানসহ পানি উন্নয়ন বোর্ড ও নৌবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে চর সিলিমপুর পর্যন্ত ৩ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে সাড়ে চার কিলোমিটার এলাকায় স্থায়ীভাবে বাধ নির্মান করছে ডিবিএল নামে একটি বেসরকারী সংস্থা যার তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড।