রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরের রাজাপুর ইয়াছিন ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্তৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এদে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ অাসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত অালী। স্বাগত বক্তব্য রাখেন, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার ওসি স্বপন কুমার মজুমদার, ফরিদপুর জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল, সদর জেলা অাওয়ামীলীলীগের সহ-সভাপতি হেদায়েত অালী সোহবার, সদর উপজেলা যুবলীগের অাহ্বায়ক অাবুল হোসেন শিকদার, বসন্তপুর ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি অাব্দুল মান্নান, রাজাপুর ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস প্রমুখ।
অালোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।