রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ শুক্রবার বিকালে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, সুকেশ বিশ্বাস (২১)। তার পিতার নাম, নীলকান্ত বিশ্বাস। বাড়ী ঝিনাইদহ জেলার শেলকুপা উপজেলার কচুয়া মলমলে গ্রামে।
বালিয়াকান্দি থানার এসআই দিপন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের রাসখোলা বাজারে অভিযান চালায়। অভিযানে প্যান্টের পকেটের মধ্যে লুকিয়ে রাখা ৫ পিছ ইয়াবাসহ সুকেশ বিশ্বাসকে গ্রেফতার করে। এব্যাপারে থানার এস,আই বিল্লাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতকে শনিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।