মাসুদ রেজা শিশির ॥
‘পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন পুলিশি জনতা জনতাই পুলিশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে (২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী) বর্ণাঢ্য আয়োজনে পাংশায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার পাংশা মডেল থানার আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। থানা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় থানা কম্পাউন্ডে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনায় সভায় বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ। এ সময় ইন্সেপেক্টর (তদন্ত) কাজী জিল্লুর রহমান, বাহাদুরপুর (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ ইন্সেপেক্টর মোঃ সাজেদুর রহমান, কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, প্যালেন মেয়র লাবলু বিশ্বাস, যশাই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্য কালে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন সকলের সহযোগীতায় এ অঞ্চল থেকে সকল প্রকার অপরাধ নির্মূল করা সম্ভব সকলেই পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। তিনি সেবা সপ্তাহ সফল করায় সকলকে ধন্যবাদ জানান। সেবা সপ্তাহ উপলক্ষে পুলিশের উন্নত খাবার, সেবার মান নিশ্চিতকরণে আনিত অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষনিক ব্যবস্থা, অপরাধী গ্রেফতারে বিশেষ অভিযান, সড়ক দুঘর্টনা রোধে সচেতনতা সৃষ্টি, যানবাহন তল্লাশীসহ নানা উদ্যোগ গ্রহন করেছে।