রাজবাড়ী জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজবাড়ী সরকারী কলেজের মীর মশাররফ হোসেন ছাত্রাবাস (হোস্টেল) মেরামত জনিত কারণে হঠাৎ করে সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করায় বিপাকে পড়েছে ছাত্ররা।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে হোস্টেল বন্ধ ঘোষনার কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ২৯ জানুয়ারী একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এবং শিক্ষা প্রকৌশল দপ্তরের উপ-প্রকৌশলীর মতামতের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে মীর মশাররফ হোসেন ছাত্রাবাসের সকল ছাত্রকে হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ১৪ই ফেব্রুয়ারী ছাত্রাবাস খোলা হবে।
হোস্টেলে বসবাসরত ছাত্ররা জানান, হঠাৎ করেই হোস্টেল বন্ধ ঘোষনা করায় তাদের পড়াশুনায় ব্যাঘাত ঘটাসহ থাকার সমস্যা দেখা দিয়েছে। হোস্টেলের থাকা অনার্স ৩য় বর্ষের ২২জন ছাত্রের ফাইনাল পরীক্ষা শুরু আগামী মাসের ৭ ফেব্রুয়ারী। এছাড়া ৪র্থ বর্ষ ফাইনাল ইয়ারেরও রুটি হবে দ্রুত এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ১১ জন। তারা দ্রুত হোস্টেল মেরামত করে বসবাসের উপযোগী করতে কলেজ প্রশাসন ও হোস্টেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, মীর মশাররফ হোসেন ছাত্রবাসটি বহু পুরাতন। এর সামনের অংশের দিকে পিলার (কলাম) এ মেরামত কাজ করা হচ্ছে। তাই ছাত্রবাসাসে বসবাসরত ছাত্রদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ থেকে সাময়িক ভাবে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে।