রাজবাড়ীতে এনজিও কর্মজীবি কল্যান সংস্থ্যা কেকেএস এর সমৃদ্ধি কর্মসুচির আওতায় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরাজ মোহিনী ইনস্টিটিউটের মাঠে সম্মেলনের আয়োজন করে কেকেএস। এ সময় কর্মজীবি কল্যান সংস্থ্যা কেকেএস এর নির্বাহী পরিচালক জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন।
পরে খানখানাপুর এলাকার ভিক্ষুক কুলসুম বেগম ও মোছাঃ ছহিরুন নেছাকে এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এছারাও ওই এলাকার গবিরদের মাঝে ১০০টি স্যানেটারি ল্যাট্টিন, ৫০ টি সমৃদ্ধি বাড়ি তৈরি, ৫০ সেট বন্ধুচুলা ও ৫০ সেট ভার্মি কম্পোষ্ট বিতরনে উদ্বোধন করা হয়।