সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বৃহস্পতিবার বিকালে টিএমবি ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। লাইসেন্স না থাকা ও অবৈধ ভাবে কাঠ পোড়ানোর অভিযোগে টিএমবি ইট ভাটার মালিক মোফাজ্জেল হোসেন মিঠুকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এসএম আসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা থানা পুলিশের সহযোগিতায় বালিয়াকান্দি সদরের টিএমবি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ ভাবে কাঠ পোড়ানো ও লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩এর ১৬ ধারায় ইট ভাটার মালিক মোফাজ্জেল হোসেন মিঠুকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।