“সুস্থ্য সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরপদ খাদ্য পালিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের আ¤্রকানন চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এ সময় শোভাযাত্রাটি শহররে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকরে সম্মেলণ কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে উপস্থতি ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশকে হাসান, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মুনশী মুজিবর রহমান প্রমূখ। এ সময় খাদ্যের অপকারীতা ও উপকারীতা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে ধরা হয়।