রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রোববার ভোর তিনটার দিকে উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকা থেকে ইয়াবাসহ আকাশ গাজী (২২) নামের এক তরুনকে গ্রেফতার করেছে। সে দৌলতদিয়া ঘাট পুড়াভিটা এলাকার আদিল গাজীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ক্যানাল ঘাটের সামনে মহাসড়ক থেকে আকাশকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশিকালে প্যান্টের ডান পাশের পকেট থেকে ১১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রোববার রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়। এছাড়া আকাশ গাজীর মা লাভলী আক্তার দৌলতদিয়া পুড়াভিটা এলাকার একজন্য চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।