রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে সোমবার দিবাগত গভীররাতে ইয়াবা ট্যাবলেটসহ রুবেল শেখ (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে ঠাকুরগাঁর পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও গ্রামের মৃত নুরু শেখ এর ছেলে। রুবেল দৌলতদিয়া ঘাট এলাকায় ঘুরে ঘুরে নিয়মিত ইয়াবাবড়ি বিক্রি এবং সেবন করতো।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজেই সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে রুবেলকে দৌলতদিয়া ঘাট রেলষ্টেশন সংলগ্ন শহীদ মিনারের সামনে থেকে আটক করে। পরে তার দেহ তল্লাশিকালে প্যান্টের ডান পাশের পকেট থেকে ১০টি ইয়াবাবড়ি জব্দ করে। সে নিয়মিত ইয়াবা সেবন এবং ঘুরে ঘুরে বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের শেষে গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।