সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় ইয়াবা ফেলে রেখে পালিয়েছে অপর এক মাদক ব্যবসায়ী।
রাজবাড়ী ডিবি পুলিশের এসআই রমজান খন্দকার জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এএসআই জামিল ও সঙ্গীয় ফোর্সসহ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেরুলী বাজারের জালালের আরএফএল প্লাস্টিকের দোকানের সামনে থেকে ৩৫পিছ ইয়াবাসহ বেরুলী গ্রামের আলতাফ মোল্যার ছেলে মোঃ ছমির মোল্যা (২০) কে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫১ পিছ ইয়াবা ফেলে রেখে বেরুলী গ্রামের আত্তাপ মোল্যার ছেলে মধু মোল্যা (৩৫) পালিয়ে যায়।
এ ব্যাপারে রাজবাড়ী ডিবি পুলিশের এস,আই রমজান খন্দকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ছমির মোল্যাকে বুধবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।