গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বুধবার সকালে ইয়াবা ট্যাবলেটসহ জোসনা আক্তার বিউটি (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে বান্দরবন জেলার লামা উপজেলার আলিম মিয়া চেয়ারম্যান পাড়া গ্রামের আবুল বাশারের মেয়ে।
গোয়ালন্দ ঘাট থানার এসএসআই কুহেলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে জোসনা আক্তার বিউটিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।