ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পোস্ট অফিসের সামনে মাটিবাহী ট্রাক চাপায় জাবেদ আলী শেখ (৬৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলা ছোটভাকলা গ্রামের চাদাই শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত জাবেদ আলী শেখ মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দৌলতদিয়া ঘাট গামী দ্রুত গতির একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে কেউ সনাক্ত করতে না পারায় এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।