“ইশারা ভাষা সকলের অধিকার ” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে শহরে একটি র্যালী বের হয়।
এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাস্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা বধির উন্নয়ন ও কল্যানমূলক সংস্খার সভাপতি হাফিজুল ইসলাম প্রমূখ।
পড়ে দিবসটির গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা বধির উন্নয়ন সংস্থার সদস্য, এনজিওকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বধিররা তাদের অফিস সমস্যাসহ সার্বিক বিষয়ে সুবিধা-অসুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন।