রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার দিনগত রাতে একটি ডাম্প ট্রাক (নং ঢাকা মেট্টে ট-১৮-১১২৬) চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া ডাম্প ট্রাকটির বৃহস্পতিবার বিলেক পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
চুরি যাওয়া ড্রাম্প ট্রাকের রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম জানান, তিনি ও ঢাকা সাভার এলাকার মাহবুব হোসেন মিলে প্রায় ১২ লক্ষ টাকা দিয়ে ট্রাকটি কেনেন। ট্রাকটির মালিকানা মাহবুব হোসেনের নামে। এ ট্রাকটি দীর্ঘদিন ধরে গোয়ালন্দ এলাকায় মাটি পরিবহনের কাজে নিয়োজিত ছিল। প্রতিদিনের মত বুধবার রাতে কাজ শেষে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামে তার নিজ বাড়ির আঙ্গিনায় রাখা ছিল। রাত দেড়টার দিকে অজ্ঞত চোরের দল কৌশলে ট্রাকটি স্ট্রাড করে। শব্দ পেয়ে তিনি দ্রুত এসে দেখতে পান চোরেরা ট্রাকটি নিয়ে চলে যাচ্ছে। এসময় তিনি মোটরসাইকেল নিয়ে ট্রাকের পিছু নেয়। ট্রাকটি দৌলতদিয়া ঘাটের দিকে রওনা হলে তিনিও দৌলতদিয়া ঘাট পর্যন্ত যান। কিন্তু ঘাটে গিয়ে আর ট্রাকটি পাননি। এসময় কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান দৌলতদিয়া বাজারের ভিতর দিয়ে একটি হলুদ রঙের ট্রাক ফরিদপুরের দিকে চলে গেছে। ফের ট্রাকটির পিছু নিয়ে তিনি আর ট্রাকটি খুঁজে পাননি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, লোকমারফত ট্রাক চুরির বিষয়টি শুনেছি। তবে ট্রাকের মালিক বা চালক কেউ অভিযোগ দিতে তাদের কাছে আসেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।