‘সুন্দর প্রকৃতিতে সুস্থ জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী প্রেসক্লাব চত্বর থেকে বের হয় র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী শেষে পুনরায় রাজবাড়ী প্রেসক্লাবে এসে শেষ হয়। এর আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. গণেশ নারায়ণ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বিশিষ্ট শিল্পপতি মোঃ আলাউদ্দিন, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, মোকছেদুর রহমান খান, গণেশ মিত্র প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা পরিবেশ রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উল্লেখযোগ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।