রাজবাড়ীতে ডা. আবুল হোসেন কলেজের নব-নির্মিত ডা. মোহাম্মদ নাজমুল হোসেন ছাত্রবাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে এ ছাত্রবাসের উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে ডাঃ আবুল হোসেন কলেজ প্রাঙ্গনে ডা. আবুল হোসেনের লেখা ও তার স্ত্রী নুরজাহান বেগমকে উৎসর্গ করা “ফিরে দেখা জীবন” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। পরবর্তীতে কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ আবুল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা ডা. আবুল হোসেন, ছেলে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মোহাম্মদ নাজমুল হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এমএ খালেক প্রমূখ। এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।