মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গা গ্রামে ৩ টি বাড়ীতে সন্ত্রাসী হামলা ও পাট্টা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল ইসলামকে মারপিটের ঘটনার প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছেন পাট্টা ইউনিয়ন আওয়ামীলীগ।
রবিবার বিকালে পাট্টা ইউপির খামারডাঙ্গা মোড়ে ইউনিয়ন আওয়ামীলীগ এ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জনাব আলী মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নান্নু বিশ্বাস, আওয়ামীলীগ নেতা রমজান আলী, জামাল হোসেন, ফজলুল হক মাষ্টার প্রমুখ।
প্রতিবাদ সভায় মুছিদাহ খামারডাঙ্গা গ্রামে ৩ টি বাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনা ও রবিউল ইসলামকে মারপিট করার ঘটনার তীব্র প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করা হয়।
সভাপতির বক্তব্য ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মুনা বিশ্বাস বলেন, সেদিন রাতে রবিউলকে হত্যা করার উদ্দেশ্যে যারা সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসেছিল, ইতিমধ্যেই আমরা তা জানতে পেরেছি। কারা এর সাথে জড়িত। আওয়ামীলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামাত থেকে অনুপ্রবেশ কারীরা আমরা আপনাদের মুখোস উন্মচন করে দিব।
প্রসঙ্গত ৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টার দিকে প্রথমে মুছিদাহ খামারডাঙ্গা গ্রামে মিছিল করতে করতে মজিদ মাষ্টারের বাড়ী, আব্দুল হান্নান ও জামাল প্রামানিকের বাড়ীতে হামলা করা হয় এবং এর আগে খামারডাঙ্গা মোড়ে মিথ্যা কথা বলে ডেকে এনে রবিউল ইসলামকে মারপিট করা হয়।
এ ঘটনায় মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ দেয়। এ ঘটনায় পর দিন সকালে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ মাঠের মধ্যে থেকে ৭টি গুলির খোসা উদ্ধার করে। এরমধ্যে ৩টি অবিস্ফোরিত ও একটি লাল টেপদিয়ে মোড়ানো হাত বোমা ছিল।