গোয়ালন্দ পৌর এলাকার প্রধান সড়কের গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কামরুল ইসলাম সরকারী কলেজের মূল ফটক পর্যন্ত কিছু উঠতি বয়সী কিশোর ও যুবক হাফ প্যান্ট পড়ে স্কুল-কলেজগামী মেয়েদের উত্তক্ত করে। সোমবার বিকেলে গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই অভিযোগ করেন।
এ সকল কিশোর-তরুনদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবি করে তিনি আরো বলেন, গোয়ালন্দ শহরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দিয়ে খোলা ট্রাকে মাটি বহনের সময় রাস্তায় মাটি পড়ে পিচ্ছিল ও কাঁদার কারণে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি আমলে নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয় সভায়। এসময় মাদক ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালন করতে সকলের সার্বিক সহযোগিতার আহবান জানান সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার।
গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নুরজাহান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমূখ।