রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এক ইয়াবাসেবীর ১৫দিনের কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এসএম আসলাম জানান, বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ, এ,এস,আই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের মোঃ কালাম শেখের ছেলে আলমগীর শেখ (৩০) কে ৫ পিছ ইয়াবাসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার আদালতে হাজির করলে আলমগীর শেখ ইয়াবা সেবনের কথা স্বীকার করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম রেজা তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা করে। থানা পুলিশ আলমগীর শেখকে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে।