এইচআইভি এইডস ও যৌনরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে গোয়ালন্দের দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের হলরুমে বুধবার দুপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে কর্মশালায় শিক্ষক, এনজিও কর্মী, সমাজ কর্মী, পরিবহন শ্রমিক ও যৌনজীবিরা অংশ নেন।
ফকির আ. জব্বার কলেজের অধ্যক্ষ সুলতানউদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক ডা. মাহজেবিন চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শাকিল ইসলাম ও জানুমা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমানু শক্তি গবেষনা কেন্দ্রের সাবেক পরিচালক একে মো. জালাল উদ্দিন মিয়া, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ জুলফিকার আলী, ফকির আ. জব্বার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মানিক শেখ, দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, বাংলাদেশ সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফরিদা বেগম প্রমুখ।