বৃহস্পতিবার ভোর রাতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি এলাকায় একটি যাত্রিবাহিবাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১১ জন। আহতদের বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন, বগুরা জেলার নন্দীগ্রাম উপজেলার পুর্ব বাশবাড়িয়া এলাকার মিলন হোসেন ও জামাল হোসেন। তারা দুইজন চাচাতো ভাই।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাতে বগুরা থেকে ছেড়ে আসা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রসুলপুরগামী একটি যাত্রীবাহি বাস পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্য হয়। আহত হয় ১১ জন।