রাজবাড়ীর গোয়ালন্দে দুই মাদকসেবীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, স্থানীয় সলিম শেখের ছেলে আ. রহমান (৩০) ও মৃত আলাউদ্দিন খানের ছেলে রবিন খান (২৭)।
জানা যায়, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার সন্ধ্যায় উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা আ. রহমান ও দৌলতদিয়া যৌনপল্লী রবিনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ১ বছরের কারাদ- দিয়ে কারাগারের প্রেরণ করে।