রাজবাড়ী সদর উপজেলার মর্জ্জৎ কোল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মিজানপুর ইউনিয়নের মর্জ্জৎ কোল হাই স্কুল প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় স্কুলের ২ জন শিক্ষার্থীকে বৃত্তি, প্রতি শ্রেনীর প্রথমস্থান অধিকারী ৫ জন শিক্ষার্থীকে পুরস্কার এবং ৪ জন দরদ্রি শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণ করা হয়। পড়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করেন অতিথিরা। এতে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম আক্বাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান খান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফিরোজ খান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন প্রমূখ।