রাজবাড়ীতে চলন্ত বাস থেকে নামতে গিয়ে নাছিমা বেগম নামে এক গৃহবধু মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পাটশিয়া এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।
রাজবাড়ী থানার এস আই নাজমুল হাসান জানান, শুক্রবার সকালে রাজবাড়ী জেলার কালুখালী শ^শুর বাড়ি থেকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় বাবার বাড়ি আসছিলো নাছিমা বেগম। এ সময় চন্দনী বাসস্ট্যান্ডে চলন্ত বাস থেকে নামতে গিয়ে গুরুতর আহত হয় নাছিমা। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রবিউল আজম জানান, শুক্রবার সকালে চন্দনী এলাকায় সড়ক র্দুটনায় আহত নাছিমা ভর্তির পর তাকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছিলো। চিকিৎসাধীন অবস্থা বিকেলে তার মৃত্যু হয়।