অমর ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্জাদায় পালনের লক্ষে একুশে বই মেলাসহ রাজবাড়ী জেলা প্রশাসন ৪ দিনব্যাপী কর্মসূচি গ্রহন করেছেন।
১৯ ফেব্রুয়ারী বিকালে একুশে বই মেলার উদ্বোধনের মাধ্যমে ৪ দিনব্যাপী এ গৃহিত কর্মসূচি ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় মেলার সমাপনী ও পুরস্কার বিতরণের মাধমে শেষ হবে।
জেলা প্রশাসন সুত্রে জানাগেছে, ২১ ফেব্রুয়ারী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ১৯ ফেব্রুয়ারী বিকালে ৪ দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন, ২০ ফেব্রুয়ারী বিকাল ৫টায় আলোচনা সভা ও সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, ২১ ফেব্রুুয়ারী রাত ১২ টা ১ মিনিটে রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারী, আধা সরকারী, স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণের পুষ্পস্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা সরকারী, স্বায়িত্ব শাসিত ভবন এবং ব্যাক্তি মালিকাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, বাদ যোহর ও সুবিধামত সময়ে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় উপসানলয়ে শহীদদের স্বরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকাল ৩টায় ডাঃ আবুল হোসেন কুইজ প্রতিযোগিতা, ৪টায় স্বেচ্ছায় রক্তদান, সাড়ে ৪টায় একুশের প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা, ৫টায় বই মেলার স্টোল পরিদর্শন, সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ২২ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৭টায় ৪ দিনব্যাপী মেলার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৪ দিনব্যাপী আয়োজিত কর্মসূচি পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।