মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা পৌর শহরের ষ্টেশন বাজার এলাকায় মঙ্গলবার ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেঢ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ষ্টেশন এলাকায় দত্ত ফার্মেসিতে মেয়াদ উর্ত্তিণ ঔশুধ রাখার দায়ে ১০ হাজার টাকা ও নব জীবন ফার্মেসিতে ৫ হাজার টাকা ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় জড়িমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে পাংশা চাউল বাজারে পাটের পন্য ব্যাবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ২ চাউল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
এ সময় পাংশা উপজেলা খাদ্য খাদ্য নিয়ন্ত্রক ,স্যানেটরী ইন্সিপেক্টর মোঃ তৈয়বুর রহমান,পাংশা মডেল থানার এস আই অলোক কুমারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে।