একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীতে চার দিন ব্যপী একুশে বই মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে মাঠে চারদিন ব্যপী মেলার উদ্বোধন করা হয়। বই মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পিপিএম, বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন প্রমুখ। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে চারদিন ব্যপী একুশে বই মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।