রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় বালিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে রাজু শেখ (৩৪) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু শেখ ফরিদপুরের নগরকান্দা তালমা গ্রামের দিলু শেখের ছেলে।
জানাগেছে, ফরিদপুর গামী বালিবাহী একটি ট্রাক বসন্তপুর বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে যায়। এ সময় হেলপার ট্রাকের নিচে চাপা পড়ে। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে সে মারা যায়। দূর্ঘটনা ঘটার সাথে সাথে ট্রাকের চালক পালিয়ে গেছে বলে জানাযায়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।