রাজবাড়ীর সদর উপজেলা সূর্য্যেনগর ও গোয়ালন্দ মোড়ে পৃথক অভিযানে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশ এ তথ্য জানান।
ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, বিকালে ডিবি পুলিশের অভিযানে সদর থানার সূর্য্যনগর থেকে সদর উপজেলার নুরপুর এলাকার মনির হোসেনের ছেলে উজ্জল হোসেন শান্ত (২৭)কে ২৫৫ পিস ও গোয়ালন্দ মোড় থেকে খানখানাপুর বাড়ই পাড়ার মৃত ইসমাইল পাটোয়ারীর ছেলে রাশেদুজ্জামান রাজু (৩০)কে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এরা দুই জনই মাদক ব্যবসায়ী। রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ কামাল হোসেন ভূইয়া এর সত্যতা নিশ্চিত করেন।